বিশ্বকাপের আগে চার নম্বর পজিশন নিয়ে ভাবনায় রোহিত

ছবি: এএফপি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। অথচ ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ চার নম্বর পজিশনে স্বাগতিক ভারত কাকে খেলাবে তা নিশ্চিত নয়। লম্বা সময় ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা চললেও এই জায়গায় কেউ থিতু হতে পারছেন না। চোটের বড় ভূমিকা আছে এখানে। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

গত ২০১৯ সালের বিশ্বকাপের আগেও ভারতের চার নম্বর পজিশনে কে খেলবেন তা সৃষ্টি করেছিল আলোচনার খোরাক। সেই সমস্যার সমাধান এখনও হয়নি। বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে এই পজিশনে সব মিলিয়ে ১১ জনকে খেলানো হয়েছে। তাদের মধ্যে কেবল রিশব পান্ত ও শ্রেয়াস আইয়ার খেলেছেন অন্তত ১০টি ইনিংস। কিন্তু গত বছর সড়ক দুর্ঘটনায় আহত হওয়া পান্তের এবারের বিশ্বকাপে খেলার কোনো সুযোগ নেই। আর পিঠের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন শ্রেয়াস।

বৃহস্পতিবার মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গণমাধ্যমের কাছে রোহিত স্বীকার করে নেন ভাবনায় থাকার কথা, 'যুবির (যুবরাজ সিং) পর আর কেউ দলে এসে নিজেদের থিতু করতে পারেনি। দেখুন, লম্বা সময় ধরে চার নম্বর পজিশন নিয়ে সমস্যা চলছে।'

এক্ষেত্রে চোটকেই মূলত দায় দিচ্ছেন তিনি, 'অনেক দিন ধরে শ্রেয়াস চার নম্বরে ব্যাট করেছে। সে ভালো করেছে এবং তার পরিসংখ্যান সত্যিই ভালো। দুর্ভাগ্যজনকভাবে চোট তাকে কিছুটা সমস্যায় ফেলেছে। সে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে আছে। সত্যি বলতে, গত চার-পাঁচ বছর ধরে এটাই ঘটছে। অনেক ছেলে চোটে পড়েছে এবং আপনারা নতুন কাউকে সেখানে (চার নম্বর পজিশনে) খেলতে দেখেছেন।'

নেতৃত্বে থাকলেও নিজেকেসহ দলের কাউকেই বিশ্বকাপ স্কোয়াডের জন্য 'অটোমেটিক চয়েজ' মনে করেন না ভারতের দলনেতা, 'আমাদের (বিশ্বকাপ স্কোয়াডের জন্য খেলোয়াড় বেছে নেওয়ার) তালিকায় অনেক নাম রয়েছে। বিশ্বকাপে আমাদের জন্য উপযুক্ত কম্বিনেশন কী হয় তা দেখতে হবে। তবে সেটার আগে এশিয়া কাপও রয়েছে।'

চলতি মাসের শেষদিকে মাঠে গড়াতে যাওয়া এশিয়া কাপের পারফরম্যান্স বিশ্বকাপের দল নির্বাচনে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন রোহিত, 'আমরা জিততে চাই। কিন্তু একই সঙ্গে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদের দরকার। এশিয়া কাপে মানসম্পন্ন দলগুলোর বিপক্ষে চাপের মুহূর্তে কিছু ছেলে কেমন ব্যাটিং করে তা দেখতে চাই... তবে কেবল একটি বা দুটি নামের চেয়ে (তালিকায়) অনেকগুলো নাম থাকা সব সময়ই ভালো। আমি আশা করি, সবাই সময়মতো ফিট হবে, এটিই প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

1h ago