৪ দিনেই ৩০০ কোটির ক্লাবে রজনীকান্তের জেলার

রজনীকান্ত, জেলার, ভারত, তামিল সিনেমা,
রজনীকান্ত। ছবি: সংগৃহীত

বয়সের কাছে হার না মানা অভিনেতা রজনীকান্ত। ৭২ বছর বয়সী এই অভিনেতার জেলার সিনেমাটি মুক্তির ৪ দিনে ৩০০ কোটি রুপির মাইলফলকে প্রবেশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটির মাইলফলকে প্রবেশ করে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে জেলার।

গতকাল সিনেমাটি ভারতে ৪২ কোটি রুপি আয় করেছে, যার মধ্যে শুধু তামিল ভাষাতে আয় ছিল ৩৪ কোটি রুপি। সবমিলিয়ে ৪ দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ১৫০ দশমিক ৬০ কোটি রুপি, যার বেশিরভাগ তামিল ও তেলেগু থেকে এসেছে।

জেলার সিনেমাটি বিদেশেও দর্শক টানতে পারছে। বিদেশি বাজারে ১৬ মিলিয়নেরও বেশি আয় করেছে জেলার। কিছু দেশে প্রতিদিনের আয়ের দিক থেকে পাঠানকে ছাড়িয়ে গেছে। এছাড়া, আয়ের দিক থেকে মহামারি পরবর্তী ভারতীয় সিনেমাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আরআরআরের পেছনে আছে।

মাত্র ৪ দিন পর সিনেমাটি সব মিলিয়ে আয় করেছে ৩০৮ কোটি রুপি। ফলে, সিনেমাটি ইতোমধ্যে এ বছরের দ্বিতীয়-সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হয়ে উঠেছে।

Comments

The Daily Star  | English

22 out of 35 parties want caretaker govt system

As per proposals sent to constitution reform commission

8h ago