বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কা-ইংল্যান্ডের বিপক্ষে

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

আগামী ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। অংশগ্রহণকারী ১০ দলের সবাই দুটি করে ম্যাচে মাঠে নামবে। বাংলাদেশের প্রতিপক্ষরা হলো শ্রীলঙ্কা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বুধবার অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপের আয়োজক ভারতের তিনটি শহরে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে খেলাগুলো। ভেন্যুগুলো হলো গুয়াহাটি, হায়দরাবাদ ও থিরুবানান্থাপুরাম।

প্রথম দিনেই মাঠে গড়াবে বাংলাদেশের ম্যাচ। ২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। এরপর ২ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডকে মোকাবিলা করবে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় অনুসারে দুপুর ২টা ৩০ মিনিটে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডের সবাইকেই প্রতিটি ম্যাচে খেলাতে পারবে দলগুলো।

আগামী ৫ অক্টোবর শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ত্রয়োদশ আসর। উদ্বোধনী ম্যাচে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে আগামী ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।

বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে আগামী ৭ অক্টোবর। সেদিন ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

২০২৩ বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি:

২৯ সেপ্টেম্বর, শুক্রবার
বাংলাদেশ-শ্রীলঙ্কা (গুয়াহাটি)
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান (থিরুবানান্থাপুরাম)
নিউজিল্যান্ড-পাকিস্তান (হায়দরাবাদ)

২৯ সেপ্টেম্বর, শনিবার
ভারত-ইংল্যান্ড (গুয়াহাটি)
অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস (থিরুবানান্থাপুরাম)

২ অক্টোবর, সোমবার
বাংলাদেশ-ইংল্যান্ড (গুয়াহাটি)
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (থিরুবানান্থাপুরাম)

৩ অক্টোবর, মঙ্গলবার
আফগানিস্তান-শ্রীলঙ্কা (গুয়াহাটি)
ভারত-নেদারল্যান্ডস (থিরুবানান্থাপুরাম)
পাকিস্তান-অস্ট্রেলিয়া (হায়দরাবাদ)

Comments

The Daily Star  | English

Committee of 3 advisers formed to probe Abdul Hamid's departure

Led by CR Abrar, Syeda Rizwana Hasan, and Brig Gen (retd) M Sakhawat Hossain are part of the committee

48m ago