চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর নামে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর নামে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ফাইল ছবি: স্টার

চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর নামে করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

পাশাপাশি নবনির্মিত বাকলিয়া এক্সেস রোডটি সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের প্রয়াত পিতা জানে আলম দোভাষের নামে করার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া পতেঙ্গা আউটার রিং রোডের একটি সংযোগ সড়ক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সংস্থাটির ৪৫৮তম বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস।

তিনি বলেন, বোর্ড সভায় নামকরণের প্রস্তাব অনুমোদন হয়েছে। অনুমোদিত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।

নগরের লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে, আগামী অক্টোবরে এই ওয়েতে যান চলাচল শুরুর কথা রয়েছে। অন্যদিকে বাকলিয়া এক্সেস রোড ও আউটার রিং রোডের সংযোগ সড়কটি ইতোমধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Jewellers cut gold prices by Tk 3,452 a bhori

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 138,708

1h ago