সরকারি চাকরির আবেদন অনলাইনে করলে দিতে হবে কমিশন ও ভ্যাট

আবারও ব্যাংক ঋণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে

সরকারি চাকরির জন্য অনলাইনে আবেদন করতে এখন থেকে চাকরিপ্রার্থীদের আবেদনের ফি এর ওপর কমিশন ও মূল্য সংযোজন কর দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

তবে সরাসরি আবেদন জমা দিলে এই কমিশন ও ভ্যাট দিতে হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আবেদন ফি গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে আবেদনের ফি এর ১০ শতাংশ কমিশন বাবদ এবং কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

এর আগেও আবেদন ফি এর ওপর ১০ শতাংশ কমিশন নেওয়ার বিধান থাকলেও এই কমিশনের ওপর কোনো ভ্যাট ছিল না।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টেলিটকের মাধ্যমে আবেদন ফি ২০০ টাকা প্রদেয় হলে, চাকরিপ্রার্থীকে ১০ শতাংশ কমিশন হিসাবে অতিরিক্ত ২০ টাকা এবং কমিশনের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ৩ টাকা দিতে হবে।

এর অর্থ, চাকরিপ্রার্থীকে ২০০ টাকার আবেদন ফি এর সঙ্গে অতিরিক্ত ২৩ টাকা দিতে হবে।

বিভিন্ন গ্রেডে সরকারি চাকরির আবেদন ফি অপরিবর্তিত রয়েছে।

এগুলো হলো—৯ম গ্রেড এবং তদূর্ধ্ব (নন-ক্যাডার) ৬০০ টাকা, ১০ম গ্রেড ৫০০ টাকা, ১১তম ও ১২তম গ্রেড ৩০০ টাকা, ১৩তম থেকে ১৬ তম গ্রেড ২০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেড ১০০ টাকা।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

43m ago