এশিয়া কাপ ২০২৩

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অস্বস্তিতে শ্রীলঙ্কা

Wanindu Hasaranga
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ শুরু হতে আর বাকি চারদিন, তবু এখনো স্কোয়াড ঘোষণা করতে পারেনি শ্রীলঙ্কা। তাদের সিদ্ধান্তহীনতায় রেখেছে মূল কয়েকজন খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তা।

এরমধ্যে দলের অন্যতম সেরা ডানহাতি পেসার দুশমন্ত চামিরা ইনজুরির কারণে ছিটকে গেছেন পুরো এশিয়া কাপ থেকেই। শঙ্কা আছে দলের সেরা স্পিনার ভানিন্দু হাসারাঙ্গাকে নিয়েও। তার এশিয়া কাপ পুরো অনিশ্চিত না হলেও ৩১ অগাস্ট বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

'মড়ার উপর খাঁড়ার ঘা' এর মতোন এসেছে আরও দুই খারাপ খবর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে চলে গেছেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটার আবিস্কা ফার্নেন্দো ও কুশল পেরেরা।

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে খারাপ সময় চলমান ছিল লঙ্কানদের। ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের এবার বিশ্বকাপ নিশ্চিত করতে খেলতে হয়েছে বাছাইপর্ব। তবে হাসারাঙ্গা, পেরারাদের ঝলকে সাম্প্রতিক সময়ে আবার ৫০ ওভারের ক্রিকেটেও থিতু হয়ে পড়ছিল তারা।

এশিয়া কাপের গত আসর ছিল টি-টোয়েন্টি সংস্করণের, সেই আসরে শিরোপা জেতে শ্রীলঙ্কা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই নামবে তারা। তবে ওয়ানডে সংস্করণ হওয়ায় চ্যালেঞ্জটা এবার ভিন্ন। ঘরের মাঠে সেই চ্যালেঞ্জের আগে দাসুন শানাকার দলকে চিন্তায় রেখেছে খেলোয়াড়দের চোট আর অসুস্থতা।

পাল্লেকেলেতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা তাদের সেরা দল নামাতে পারছে না। স্বাগতিক দলের অস্বস্তিতে নিশ্চিতভাবেই কিছুটা ফুরফুরে মেজাজে থাকবে বাংলাদেশ দল।

Comments

The Daily Star  | English
NCP protest at Baitul Mukarram demanding AL ban

NCP rally underway at Baitul Mukarram demanding AL trial, ban

The rally, organised by the Dhaka metropolitan unit of the NCP, began at 3:00pm

3h ago