কানাডায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত

শরীফ রহমান। ছবি: সংগৃহীত

কানাডার অন্টারিওর ওয়েন সাউন্ড শহরে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি-কানাডিয়ান রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন।

গত ১৭ আগস্ট তার নিজ রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। পরে ২৪ আগস্ট শরীফ রহমান (৪৪) মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ রহমান ১৭ আগস্ট তার নিজের রেস্টুরেন্ট 'দি কারি হাউসে' অবস্থান করছিলেন। এ সময় ৩ ব্যক্তি ওই রেস্টুরেন্টে খেয়ে বিল পরিশোধ না করে বেরিয়ে যান। শরীফ রহমান ও তার ভাতিজা ওই ৩ জনকে বকেয়া বিল পরিশোধ করতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

তখন ওই ৩ জন শরীফ রহমানের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তাকে তখনই হাসপাতালে ভর্তি করার পর ২৪ আগস্ট রাতে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুর্বৃত্তরা হামলার পরপরই পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাদের খুঁজছে।

শরীফ রহমানের গ্রামের বাড়ি সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন বটেশ্বর এলাকায়। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ছিলেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমফিল সম্পন্ন করেন। তার ৭ বছরের এক কন্যাসন্তান আছে।

শরীফ রহমানের মৃত্যুতে ওয়েন সাউন্ড সিটি মেয়র ইয়ান বোডি শোক জানিয়েছেন। শহরের কয়েকটি সরকারি ও গুরুত্বপূর্ণ ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago