সমাবেশ থেকে যে বার্তা দিতে চায় ছাত্রলীগ

২৪ এর জানুয়ারিতে শেখ হাসিনার পক্ষে যে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব হতে যাচ্ছে, তার একটি রাজনৈতিক প্রতীকী প্রতিফলন হিসেবে আমরা ১ সেপেম্বর বেছে নিয়েছি
সমাবেশ থেকে যে বার্তা দিতে চায় ছাত্রলীগ
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন | ছবি: সংগৃহীত

ঢাকায় ছাত্রলীগের আগামীকালের সমাবেশ থেকে বিশেষ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, 'আমরা একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশ করতে যাচ্ছি।'

তিনি বলেন, 'এটি শুধুমাত্র সংখ্যায় বৃহত্তম হবে না—আমরা মনে করি, আমাদের যে ছাত্র সমাবেশ হবে, এটির যে রাজনৈতিক প্রভাব থাকবে; আমরা মনে করি, এটি রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে।'

'এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা গোটা বাংলাদেশকে এই বার্তাটি দিতে চাই, আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান থাকব, জাতির পিতার আদর্শে বলীয়ান থাকব এবং একইসঙ্গে খুনি-সন্ত্রাসী-জঙ্গিদের সঙ্গে আপস করার কোনো জায়গা বাংলাদেশের ছাত্র সমাজে আর নেই। নো কমপ্রোমাইজ উইথ দ্য কিলার্স—ছাত্র সমাবেশ থেকে আমরা এই বার্তা নিয়ে আসব,' বলেন সাদ্দাম।

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ দেশের ৫ কোটি শিক্ষার্থীর যে গভীর ভালোবাসা-ভাবাবেগ রয়েছে সেটির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এই ছাত্র সমাবেশকে বেছে নিয়েছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটি আর শুধুমাত্র ছাত্রলীগের সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বাংলাদেশের ৫ কোটি শিক্ষার্থীর প্রতীকী সমাবেশে পরিণত হতে যাচ্ছে।'

'এই ছাত্র সমাবেশের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে আমাদের যে আগমনী রায় সেটি আমরা প্রকাশ করতে চাই। স্মার্ট বাংলাদেশ আজ দলীয় কোনো বিষয় নয়। স্মার্ট বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন, লক্ষ্য ও ঠিকানায় পরিণত হয়েছে। ২৪ এর জানুয়ারিতে শেখ হাসিনার পক্ষে যে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব হতে যাচ্ছে, তার একটি রাজনৈতিক প্রতীকী প্রতিফলন হিসেবে আমরা ১ সেপেম্বর বেছে নিয়েছি,' যোগ করেন এই ছাত্রনেতা।

Comments