নয়াপল্টন থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি শুরু হয়।
র্যালিতে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
র্যালিটি ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, মতিঝিল শাপলা চত্বর হয়ে টিকাটুলি ইত্তেফাক ভবনের সামনে দিয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে শেষ হবে।
এর আগে দুপুরে জুমার নামাজের পর থেকেই নয়াপল্টনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। রঙিন ক্যাপ পরে, ব্যানার-পোস্টার নিয়ে, সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা র্যালির প্রস্তুতি নেন।
পরে বিকেল ৩টার দিকে নয়াপল্টনে সড়কের উপর স্থাপিত অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরাও এ র্যালিতে যোগ দিয়েছেন।
Comments