মিয়ানমারের ২ ব্যাংকের সঙ্গে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিংখাত, ব্যাংক, আইএমএফ,
স্টার অনলাইন গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া মিয়ানমারের দুই ব্যাংকের সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ২০ আগস্ট তফসিলি ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক এবং মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ওপর ওফাকের নিষেধাজ্ঞা আরোপ হওয়ার নিজেদের ঝুঁকি বিবেচনায় এসব ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকা এবং সার্বিকভাবে নিষেধাজ্ঞা বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে উপযুক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের একটি আর্থিক গোয়েন্দা সংস্থা অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এই মিয়ানমারের ওই দুই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

Comments

The Daily Star  | English
Pipeline to Carry Diesel to Dhaka From Ctg

Pipeline ready to carry fuel from Ctg to Dhaka

Chattogram-Dhaka fuel pipeline set for inauguration after successful trial runs

13h ago