একদফা দাবিতে ঢাকায় বিএনপির গণমিছিল ৯ সেপ্টেম্বর

ঢাকায় বিএনপির গণমিছিল ৯ সেপ্টেম্বর
বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ে আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, 'আপনারা জানেন আমাদের একদফার আন্দোলন চলমান। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সরকারের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তাদের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা; বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি; মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার; ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি; ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজপথে যুগপৎ ধারায় বিএনপিসহ সক্রিয় রাজনৈতিক জোট আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করবে।'

তিনি আরও বলেন, 'এতে নেতৃত্ব দেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।'

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

3h ago