নয়াপল্টনে বিএনপির গণমিছিল

শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। ছবি: শাহীন মোল্লা/স্টার

রাজধানীতে বিএনপির পূর্ব ঘোষিত গণমিছিল শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়।

 নাইটিঙ্গেল মোড় থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা শাহীন মোল্লা জানান, বিএনপির নেতাকর্মীরা গণমিছিল শুরু করেছেন। এর আগে, সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থাথীয় কমিটির কেন্দ্রী নেতা খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। ছবি: শাহীন মোল্লা/স্টার

খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে গণমিছিল করব।'

তিনি বলেন, 'আমরা ১০ দফা প্রণোয়ন করেছি এ দেশের জনগণের পক্ষে। ১০টি বিভাগীয় জনসভার মধ্যে জনগণের একটি আওয়াজ ছিল এই ব্যর্থ, দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ ধ্বংসকারী সরকারকে বিদায় করতে হবে। আজকে যারা ক্ষমতায় গায়ের জোরে, তারা দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এরা জনগণ নির্বাচিত না। এরা ফ্যাস্টিস আর আন্তর্জাতিকভাবে হাইব্রিড সরকার নামে পরিচিত। তাদের সঙ্গে এ দেশের জনগণের সম্পর্ক নেই। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। সেই জন্য তারা গণতন্ত্রকে হত্যা করে অলিখিত বাকশাল চালাচ্ছে।'

বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নয়া পল্টন থেকে গণমিছিল শুরু করেন। তারা প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন। এসময় তারা খালেদা জিয়াসহ বিএনপির অন্যান্য শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, আগামী জাতীয় নির্বাচনের আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবিতে বিএনপি এই গণমিছিল করছে।

 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago