প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক হিরো আলম

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হিরো আলম। ছবি: সংগৃহীত

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলমকে (হিরো আলম) বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে হিরো আলম নিজেই দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।

সংগঠনটিতে যোগ দিয়ে মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হিরো আলম। এ সময় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ব্যানারে অনেকে মিছিল নিয়ে তার সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রজন্ম লীগে যোগ দেওয়া প্রসঙ্গে হিরো আলম টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাকে সংগঠনটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছে। তবে অনেকে মনে করছেন আমি বুঝি আওয়ামী লীগে যোগ দিলাম। আসলে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক একটি সংগঠন।'

'প্রজন্ম লীগ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের একটি সংগঠন। এখানে অনেক রাজনৈতিক দলের মানুষ আছেন। এটা আওয়ামী লীগের কোনো সংগঠন নয়,' বলেন তিনি।

হিরো আলম বলেন, 'আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগ দেইনি। তবে নির্বাচনের আগে যোগ দেব এবং সেই দল থেকেই নির্বাচন করব।'

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর বিষয়ে তিনি বলেন, 'আমি যখন দুবাই গিয়েছিলাম তখন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি বড় দুই রাজনৈতিক দলের দুই নেতার এলাকায় গিয়েছিলাম কিনা। তখন আমি বলেছিলাম যে আমি শুধু জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলাম। আমি বঙ্গবন্ধুর সমাধিতে যাইনি। এটা বলতে গিয়ে লজ্জাও পেয়েছিলাম। সেজন্য আজ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছি।'

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

8m ago