১৩ হাজার টাকায় আড়াই কেজির ইলিশ

জেলে ইদ্রিসের জালে আজ সকালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের ইলিশটি। ছবি: সোহরাব হোসেন/স্টার

পটুয়াখালীর কুয়াকাটায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

আজ রোববার সকালে কুয়াকাটা এলাকার এক জেলে মো. ইদ্রিসের জালে ধরা পড়ে ইলিশটি।

পরে দুপুরে কুয়াকাটা মাছ বাজারের সামির ফিস আড়তে মাছটি নিয়ে যান তিনি। সেখানে নিলামে ওঠানো হয় আড়াই কেজি ওজনের ইলিশটিকে।

স্থানীয় মাছ ব্যবসায়ী বশির গাজী ১২ হাজার ৩৯ টাকায় মাছটি কিনে নেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ১ হাজার টাকা বেশি দামে ১৩ হাজার টাকায় এক ক্রেতার কাছে মাছটি বিক্রি করে দেন।

জেলে মো. ইদ্রিস দ্য ডেইলি স্টারকে বলেন, 'সব সময় বড় মাছ পাওয়া যায় না। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি। এ রকম বড় আকারের মাছ এ বছর আর পাইনি।'

গাজী ফিস আড়তের ব্যবসায়ী বশির গাজী ডেইলি স্টারকে বলেন, 'এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে মাছটি কিনে নেই। পরে এক হাজার টাকা লাভে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।'

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ডেইলি স্টারকে বলেন, 'এটি আসলেই ভালো খবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলেও এখন বড় ইলিশ পাচ্ছেন জেলেরা। ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে এখন সাগরে বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

Remittance surges 37% in April

Migrants sent home $2.6 billion in the first 29 days of April

58m ago