আগোরায় অতি উচ্চ মূল্যে আলু বিক্রি, পেঁয়াজ-ডিমের দামও বেশি: ভোক্তা অধিদপ্তর

আগোরায় অতি উচ্চ মূল্যে আলু বিক্রি, পেঁয়াজ-ডিমের দামও বেশি: ভোক্তা অধিদপ্তর
রাজধানীর ফার্মগেটে বক্তব্য রাখছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

রাজধানীর ফার্মগেট এলাকায় সুপারশপ আগোরায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল জানান, অতি উচ্চ মূল্যে আলু বিক্রি করছে আগোরা। পেঁয়াজ ও ডিমের দামও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হচ্ছে।

আজ বুধবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় সুপারশপ আগোরায় অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

আবদুল জব্বার বলেন, 'এখানে এসে আমরা দেখলাম, সরকার যেখানে আলুর দাম নির্ধারণ করে দিয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি। এই সুপার শপে এসে দেখলাম ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা একদমই অস্বাভাবিক। অতি উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে।'

তিনি বলেন, 'পেঁয়াজের ক্ষেত্রে যেখানে বলা হয়েছে, ৬৪ থেকে ৬৫ টাকা কেজি সর্বোচ্চ খুচরা বিক্রি মূল্য হবে, সেখানে আমরা দেখলাম মূল্য তালিকায় লেখা আছে ৭৫ টাকা কিন্তু ক্যাশ মেমো ভেরিফাই করে দেখলাম ৭৬ টাকা। সেখানেও একটা অনিয়ম রয়েছে।'

'ডিমের ক্ষেত্রে ১২ টাকা প্রতি পিস বিক্রি করার কথা থাকলেও তারা ১৩ টাকা ৫০ পয়সা প্রতি পিস বিক্রি করা হচ্ছে। এখানে অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। ইনারা ক্যাশ মেমো আমাদের প্রোভাইড করেছেন, থার্ড পার্টির কাছ থেকে তারা পণ্য কেনেন। থার্ড পার্টির ঠিকানা পেয়েছি, ইনাদের নিয়ে আমরা ওখানে যাব—কেন বেশি দামে সরবরাহ করলেন? উনি কার কাছ থেকে কিনেছেন? আমরা রুটে যেতে চাই,' বলেন তিনি।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আবদুল জব্বার বলেন, 'এই সুপার শপগুলো বেশি দামে পণ্য কেনার কোনো যৌক্তিকতা ছিল না। যেহেতু উনি বলছেন, থার্ড পার্টির কাছ থেকে কিনেছেন তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। তার পরে আমরা জানাবো কার কী দণ্ড হতে পারে।'

তিনি আরও বলেন, 'যেহেতু সরকার বেঁধে দিয়েছে দাম। এর থেকে বেশি দামে বিক্রি করাই অপরাধ।'

পর্যায়ক্রমে সব সুপার শপে অভিযান চালানো হবে জানিয়ে তিনি বলেন, 'ইতোপূর্বে আপনারা দেখেছেন, কাঁচা মরিচের দাম যখন বেড়ে গেল, তখন সুপার শপগুলোই মূল কারিগর; যারা এক হাজারের বেশি দামে মরিচ বিক্রি করেছিল। সুপার শপ বাদে অন্য দোকানে মরিচের এত দাম ছিল না। অর্ধেকের মতো দাম ছিল।'

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

3h ago