ঝিনাইদহে সাংবাদিককে মারধর, বাড়িতে হামলা

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে মারধর ও তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

আহত সাদ্দাম হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাদ্দাম হোসেন গ্রামে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে ওই এলাকার বিপ্লব হোসেন ও তার চাচা ফিরোজ হোসেন সাদ্দামের ওপর হামলা চালায়। 

পরে সাদ্দামকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সাদ্দামের এক আত্মীয় দ্য ডেইলি স্টারকে জানান, শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নির্দেশে তার সমর্থকরা সাদ্দামের বাড়িতেও হামলা চালিয়েছে।

তিনি জানান, ২০২২ সালের প্রথম দিকে সাদ্দাম হোসেনের নামে ফেসবুকে বিরুপ মন্তব্য করতেন গাড়াগঞ্জ এলাকার বিপ্লব হোসেন নামের একজন। এ ঘটনায় থানায় জিডি করা হলে চলতি বছরের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ বিপ্লবকে শনাক্ত করে ধরে নিয়ে যায়। তখন সে ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়ে নেয়।
 
থানায় জিডি ও আটকের কারণে বৃহস্পতিবার রাতে এ হামলা চালিয়েছে বলে জানান সাদ্দামের সহকর্মীরা।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এদিকে সাদ্দামের ওপর এই ন্যাক্কারজক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago