গাজায় স্থল হামলা হলে অসংখ্য প্রাণহানি ঘটবে, যা মেনে নেওয়া যায় না: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেন, গাজায় স্থল হামলা শুরু হলে অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি হবে, যা গ্রহণযোগ্য নয়।
কিরগিজস্তানে সিআইএস নেতাদের এক বৈঠকে বক্তব্য রাখছেন ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
কিরগিজস্তানে সিআইএস নেতাদের এক বৈঠকে বক্তব্য রাখছেন ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

খুব শিগগির গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েল। গাজা শহর থেকে সব বেসামরিক ব্যক্তিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছে ইসরায়েল। এ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

আজ শুক্রবার এএফপি এই তথ্য জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেন, গাজায় স্থল হামলা শুরু হলে অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি হবে, যা মেনে নেওয়া যায় না। 

পুতিন বলেন, 'জনবসতিপূর্ণ অঞ্চলে ভারী অস্ত্র নিয়ে হামলা চালানোতে অনেক জটিলতা রয়েছে এবং এর পরিণাম ভয়াবহ হতে পারে।'

'সবচেয়ে বড় কথা হচ্ছে, এতে যত বেসামরিক মানুষের প্রাণহানি হবে, তা মেনে নেওয়া যায় না', যোগ করেন পুতিন।

আজ সকালে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিককে দক্ষিণে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। তাদের সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। শহরটিতে ১০ লাখেরও বেশি মানুষ বসবাস করেন।

গাজা উপত্যকার কাছে ট্যাংক জড়ো করেছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, খুব শিগগির ইসরায়েলের স্থলবাহিনী অভিযান শুরু করবে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগামী দিনগুলোতে তারা গাজা শহরে 'উল্লেখযোগ্য' অভিযান চালাবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না বলেও জানিয়েছে তারা।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, 'গাজার বেসামরিক ব্যক্তিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা নিজেদের ও নিজ পরিবারের নিরাপত্তার জন্য দক্ষিণাঞ্চলে সরে যান। হামাসের যোদ্ধারা আপনাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। আপনারা তাদের থেকে নিজেদেরকে দূরে রাখুন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'হামাসের যোদ্ধারা গাজা শহরের বাড়িঘরের নিচে অবস্থিত সুড়ঙ্গপথ ও এমন সব ভবনে লুকিয়ে আছেন, যেখানে গাজার নিরীহ ও বেসামরিক মানুষ আছেন।' 

জাতিসংঘ বলেছে, এ ধরনের উদ্যোগ 'ভয়াবহ মানবিক বিপর্যয়' সৃষ্টি করতে পারে। এত অল্প সময়ের মধ্যে এত মানুষকে সরিয়ে নেওয়া 'অসম্ভব' বলেও দাবি সংস্থাটির। 

Comments

The Daily Star  | English

Keep local realities in mind while making plans: PM to economists

Prime Minister Sheikh Hasina today asked the economists to design their policies, plans and programmes considering the local realities as advice from a foreigner will not be fruitful here.

45m ago