‘বাড়ির সামনে লেখে কুকুর থেকে সাবধান, আপনাদের বলছি বিএনপি থেকে সাবধান’

নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগের ‘উন্নয়ন ও শান্তি সমাবেশে’ বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: স্টার

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আন্দোলন করবা, আগুন নিয়ে আসবা, হাত পুড়ে ফেলব। লাঠি নিয়ে আসবা, হাত ভেঙে দেব। তোমাদের সঙ্গে আর কম্প্রোমাইজ না।'

তিনি আরও বলেন, 'তোমরা কম্প্রোমাইজের লোক না। তোমরা আমাদের শত্রু ভাবো, আমরা কেন বন্ধুত্ব রাখব? বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে আর আমরা তাদের প্রতিপক্ষ ভাবতাম। সুতরাং শত্রুর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না।'

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগের 'উন্নয়ন ও শান্তি সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, 'খেলা হবে, এখন কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, ভোটচোরের বিরুদ্ধে।'

কাদের বলেন, 'বিএনপিকে আর ছাড় নেই, তাদের হাতে আর সময় নেই। দেখি কার কত গায়ে বল? ফখরুল নাকি ঢাকা অচল করে দেবে। এই জনতাই যথেষ্ট বিএনপিকে অচল করে দিতে। খুনি, দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নারীলোভী পার্টির হাতে বাংলাদেশের ক্ষমতা দেবেন না।'

তিনি আরও বলেন, 'বড়লোকের বাড়ির সামনে কুকুর রাখে আর লিখে রাখে, কুকুর থেকে সাবধান। আপনাদেরও বলছি বিএনপি থেকে সাবধান।'

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে বিদ্যমান সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না বলে আশ্বাস দেন সরকারদলীয় এই নেতা।
তিনি বলেন, 'শেখ হাসিনা আছেন, তিনি মানুষের জন্য ভাবেন। আমরা শুধু খাম্বা না, বিদ্যুৎ দিয়েছি। চারদিকে এখন আলো আর আলো। এই আলো অন্ধকার হয়ে যাবে যদি শেখ হাসিনা না থাকে। শেখ হাসিনার প্রতি আস্থা হারাবেন না।'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 'পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফখরুল সাহেব বন্ধ করে দিতে বলে। তাহলে এত টাকা দিয়ে শেখ হাসিনা যে ইউরেনিয়াম আনল সেইটা কী করব? এগুলো ফখরুল আর মঈন খানের মাথায় ঢালবে।'

'ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ঘোরাঘুরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারের কথা, শেখ হাসিনার পদত্যাগের কথা বলে না। তাহলে কীসের ওপর ভিত্তি করে তোমরা ঘোরাঘুরি করছ,' বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, 'দুই সেলফিতে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। পিটার হাসের সঙ্গে দেখা করে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকারের সময় শেষ। এ সরকারের সময় শেষ হয় নাই, সময় শেষ হইছে ফখরুলের। তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান।'

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।

Comments

The Daily Star  | English

Essential commodities: Price spiral hits fixed-income families hard

Supply chain experts and consumer rights activists blame the absence of consistent market monitoring, dwindling supply of winter vegetables, and the end of VAT exemptions granted during Ramadan.

13h ago