২০ হাজার টাকার আশেপাশে সেরা ৫ ট্যাব

২০ হাজার টাকার আশেপাশে সেরা পাঁচ ট্যাব। ছবি: সংগৃহীত
২০ হাজার টাকার আশেপাশে সেরা পাঁচ ট্যাব। ছবি: সংগৃহীত

ল্যাপটপ বা মোবাইল নয়, কিন্তু সহজে বহনযোগ্য একটি ডিভাইসের চাহিদা থেকেই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ট্যাবলেট কম্পিউটার বা সংক্ষেপে ট্যাব। ট্যাবে যেমন শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট লেখা বা অনলাইন ক্লাস করার মতো কাজগুলো করতে পারে, তেমনি পেশাজীবীরাও অফিসের গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে পারেন নিমিষেই। 

আজকের লেখায় ২০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা পাঁচ ট্যাব নিয়ে আলোচনা করা হবে। তবে দোকান-ভেদে এই ডিভাইসগুলোর দাম কিছুটা কম-বেশি হতে পারে। 

ওয়ালটন ওয়ালপ্যাড ১০এইচ

ওয়ালটন ওয়ালপ্যাড ১০এইচ। ছবি: সংগৃহীত
ওয়ালটন ওয়ালপ্যাড ১০এইচ। ছবি: সংগৃহীত
  • মূল্য: ১৭ হাজার ৮০০
  • ডিসপ্লে: ১০.১ ইঞ্চি এফএইচডি, (১৯২০×১২০০) আইপিএস
  • র‍্যাম: ৪ জিবি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • ব্যাটারি: ৬০০০ এমএএইচ
  • নেটওয়ার্ক: ২জি/৩জি/৪জি
  • ইউএসবি: টাইপ সি
  • মূল ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • স্টোর: স্টার টেক বিডি

অত্যাধুনিক ফিচার ক্ষমতা সম্পন্ন এবং উচ্চ রেজ্যুলেশনের এই ডিভাইসটিতে মাল্টিমিডিয়া, গেমিং ও সৃজনশীল কাজের জন্য বেশ উপযোগী। মেমোরি ও স্টোরেজ বেশি থাকায় এই ট্যাবে একইসঙ্গে অনেকগুলো কাজ খুব সহজে করা যায়।

এর রয়েছে উচ্চ সক্ষমতার ব্যাটারি এবং জনপ্রিয় টাইপ সি পোর্টের ব্যবহারে একে দ্রুত চার্জ দেওয়া যায়।

রিয়েলমি প্যাড মিনি

রিয়েলমি প্যাড মিনি। ছবি: সংগৃহীত
রিয়েলমি প্যাড মিনি। ছবি: সংগৃহীত
  • মূল্য: ২০ হাজার ১০০
  • ডিসপ্লে: ৮.৭ ইঞ্চি আইপিএস এলসিডি
  • র‍্যাম: ৩ জিবি
  • স্টোরেজ: ৩২ জিবি
  • ব্যাটারি:  ৬ হাজার ৪০০ এমএএইচ, নন-রিমুভেবল
  • নেটওয়ার্ক: জিএসএম /এইচএসপিএ/এলটিই
  • ইউএসবি: টাইপ সি ২.০, ওটিজি
  • মেইন ক্যামেরা: ৮ এমপি
  • সেলফি ক্যামেরা: ৫ এমপি
  • স্টোর: টেক ল্যান্ড

রিয়েলমি প্যাড মিনি, ট্যাবলেটের বাজারে আরেকটি সাশ্রয়ী পণ্য। সবকিছুর সমন্বয় ভালো থাকায়, ব্যবহারকারীদের সুবিধাও অনেক। পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল; যা ভিডিও ধারণ ও ছবি তোলার জন্য অনেকেরই পছন্দ হওয়ার কথা। একাধিক কানেক্টিভিটি অপশন ও প্রাণবন্ত ডিসপ্লে ডিভাইসটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

হুয়াওয়ে মেটপ্যাড টি৮

হুয়াওয়ে মেটপ্যাড টি৮। ছবি: সংগৃহীত
হুয়াওয়ে মেটপ্যাড টি৮। ছবি: সংগৃহীত
  • মূল্য: ১৩ হাজার ৫০০
  • ডিসপ্লে: ৮.০ ইঞ্চি, ৮০০×১২৮০ পিক্সেল রেজ্যুলেশন
  • র‍্যাম: ২ জিবি
  • স্টোরেজ: ৩২ জিবি
  • ব্যাটারি: এলআইপিও ৫ হাজার ১০০ এমএএইচ, নন-রিমুভেবল
  • নেটওয়ার্ক: জিএসএম/এইচএসপিএ/এলটিই
  • ইউএসবি: মাইক্রো ইউএসবি ২.০, ওটিজি
  • মেইন ক্যামেরা: ৫ এমপি
  • সেলফি ক্যামেরা: ২ এমপি
  • স্টোর: রায়ানস কম্পিউটারস

হুয়াওয়ে মেটপ্যাড টি৮ বাজেট বিবেচনায় একটি ভালো পণ্য, যেখানে ব্যবহারকারীদের প্রয়োজনীয় কোনো ফিচারে ছাড় দিতে হবে না। যারা গ্রাফিক্স নিয়ে বেশি চিন্তিত, তারা অবশ্যই এই পণ্যটি কিনতে পারেন। অন্যদিকে, পর্যাপ্ত মেমোরি ও স্টোরেজ থাকায় অ্যাপস ইন্সটল নিয়েও খুব বেশি মাথা ঘামাতে হয় না। এই ডিভাইসে মাইক্রোএসডি সাপোর্ট আছে। যার ফলে, চাইলে আপনি স্টোরেজ আরও বাড়িয়ে নিতে পারেন।

লেনোভো ট্যাব এম৮ (সেকেন্ড জেনারেশন)

লেনোভো ট্যাব এম৮। ছবি: সংগৃহীত
লেনোভো ট্যাব এম৮। ছবি: সংগৃহীত
  • মূল্য: ১৭ হাজার ৮০০
  • ডিসপ্লে: ৮ আইপিএস এইচডি (১২৮০ ×৮০০), এলসিডি ডিসপ্লে
  • র‍্যাম: ৩ জিবি
  • স্টোরেজ: ৩২ জিবি
  • ব্যাটারি: এলআইপিও ৫০০০ এমএএইচ, নন রিমুভেবল
  • নেটওয়ার্ক: জিএসএম/এইচএসপিএ/এলটিই
  • ইউএসবি: মাইক্রো ইউএসবি ২.০, ওটিজি
  • মেইন ক্যামেরা: ৮ এমপি
  • সেলফি ক্যামেরা: ২ এমপি
  • স্টোর: স্টার টেক বিডি

লেনোভোর এই ট্যাব সাশ্রয়ী মূল্যে ভালো কিছু ফিচার দেয়। ৫০০০ এমএএইচের লিথিয়াম ব্যাটারি থাকার কারণে এই ডিভাইস বারবার চার্জ করার প্রয়োজন হয় না। এটি ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্কে খুব সহজেই যুক্ত হতে পারে। ওটিজি সাপোর্ট করায় ডাটা ট্রান্সফারের সুবিধাও রয়েছে। অন্যদিকে ক্যামেরা প্রসঙ্গে বলা যায়, ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ক্যামেরাগুলো ভিডিও ধারণ ও ছবি তোলার কাজ সারতে পারে ভালোভাবেই।

অনার প্যাড এক্স ৯

অনার প্যাড এক্স ৯। ছবি: সংগৃহীত
অনার প্যাড এক্স ৯। ছবি: সংগৃহীত
  • মূল্য: ২১ হাজার ৯৯৯
  • ডিসপ্লে: ১১.৫-ইঞ্চি টিএফটি এলসিডি, ১২০০ x ২০০০ পিক্সেল, ১২০ এইচজেট
  • র‍্যাম: ৪ জিবি
  • স্টোরেজ: ১২৮ জিবি
  • সিপিইউ: অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৮৫ (৬ এনএম)
  • ব্যাটারি: এলআইপিও ৭ হাজার ২৫০ এমএএইচ, নন-রিমুভেবল
  • ইউএসবি: টাইপ সি
  • মেইন ক্যামেরা: ৫ এমপি
  • সেলফি ক্যামেরা: ৫ এমপি
  • স্টোর: স্টার টেক বিডি

যদিও বাজেট বিশ হাজারের চাইতে একটু বেশি, কিন্তু এর সুবিধাগুলো জানলে ট্যাবপ্রেমি কেউই লোভ সামলাতে পারবেন না। ১১.৫ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লেযুক্ত এই ট্যাব সিনেমা দেখা অথবা ভিডিও গেম খেলার জন্য বেশ উপযোগী। তাছাড়াও এতে মেমোরি ও স্টোরেজ বেশি থাকায় মাল্টিটাসকিং, ফাইল, মিডিয়া সংগ্রহ ও প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারে ব্যাপক সুবিধা দিচ্ছে পণ্যটি।

সবচাইতে আকর্ষণীয় যে ব্যাপারটি ডিভাইসটিতে আছে, তা হলে, এর ব্যবহার প্রায় ১২ ঘণ্টা খুব আয়েশে সিনেমা উপভোগ করা যায়। এটা মূলত এই ডিভাইসের উচ্চ সক্ষমতার ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধার কারণেই সম্ভব হয়েছে।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন সঞ্জয় দত্ত

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

3h ago