সমাবেশের জন্য বিএনপি-আ. লীগের কাছে বিকল্প ২ জায়গার নাম চেয়েছে পুলিশ

বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ করার অনুমতি যদি নিরাপত্তাজনিত কারণে না দেওয়া যায়, সেজন্য তাদের কাছ থেকে আরও দুটি বিকল্প জায়গার নাম জানতে চেয়েছে পুলিশ।

গতকাল বুধবার পল্টন থানা থেকে দেওয়া চিঠিতে এই তথ্যসহ সাতটি বিষয়ে দুই দলের কাছে জানতে চাওয়া হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, কমিশনার স্যার আমাদের কাছে এই বিষয়ে মতামত চেয়েছেন। সেই মতামত দেওয়ার জন্য এবং অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা পরিকল্পনা প্রণয়েনর জন্য আমরা কিছু তথ্য তাদের কাছে জানতে চেয়েছি। কিন্তু তার মানে এই নয় যে, তারা যে স্থানের জন্য আবেদন করেছেন, সেখানে তাদের সমাবেশ করার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সিদ্ধান্ত নেবেন বলেও জানান ওসি।

উভয় দলকে আজকের মধ্যে বিকল্প জায়গার নাম ছাড়াও আর যে তথ্য জানাতে বলা হয়েছে, সেগুলো হলো—

১। সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে? 

২। সমাবেশে কী পরিমাণ লোকসমাগম হবে?

৩। সমাবেশটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় (বিএনপির ক্ষেত্রে) বা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটের (আওয়ামী লীগের ক্ষেত্রে) সামনে থেকে ঠিক কোন কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে?

৪। সমাবেশে বক্তব্য প্রচারের জন্য কোন কোন স্থানে মাইক স্থাপন করা হবে?

৫। সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন কি না?

৬। সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে কি না? হলে, তার সংখ্যা কত?

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago