‘প্রচলিত’ সিরিজের চতুর্থ গল্পে সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত
সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

আগামী ৯ নভেম্বর চরকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'প্রচলিত' সিরিজের চতুর্থ গল্প 'কলিংবেল'।

মো. আবিদ মল্লিক পরিচালিত এই রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিরিজে সর্বশেষ গল্পে অভিনয় করতে দেখা যাবে সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমিসহ আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে।

সাদিয়া আয়মান বলেন, 'গল্পটা শুনে ভালো লেগেছিল। তাই কাজটা করেছি। এর আগে এমন কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। গল্পটা একটু ডিফারেন্ট। গল্পের শুরুতে রোমান্টিক কিছু মোমেন্টস ছিল আবার ভয়েরও কিছু দৃশ্য ছিল। সব মিলিয়ে গল্পের গ্রাফটা আমার খুব ভালো লেগেছে। কাজের আগে নিজের মতো করে কিছুটা প্রস্তুতি নিয়েছিলাম। আমার চরিত্রের মধ্যে একটু ডিটেকটিভ ভাবের দরকার ছিল। সেটার জন্য শার্লক হোমস ও কিছু ডিটেকটিভ সিরিজ দেখেছিলাম। আমার লুকটাও বেশ ভিন্ন ছিল। আমি চাই গল্পটা সবাই দেখুক।'

‘প্রচলিত’ সিরিজের চতুর্থ গল্পের পোস্টার। ছবি: চরকির ফেসবুক পেজ থেকে সংগৃহীত
‘প্রচলিত’ সিরিজের চতুর্থ গল্পের পোস্টার। ছবি: চরকির ফেসবুক পেজ থেকে সংগৃহীত

পরিচালক আবিদ মল্লিক বলেন, 'কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিত সিরিজের গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে শুনে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে আসা ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকায়তার চাদরে জড়িয়ে পরিবেশনের চেষ্টা করেছি।'

সিরিজটিতে মোট পাঁচটি পর্ব। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে একটি করে নতুন পর্ব। ইতোমধ্যে রিংটোন (২৫ মিনিট), বিলাই (২৩ মিনিট) ও বেওয়ারিশ (২৬ মিনিট) মুক্তি পেয়েছে।

এ সপ্তাহে আসছে কলিংবেল (২৯ মিনিট) ও হাতবদল (১৮ মিনিট)। এই দুইটি পর্ব দর্শক চরকিতে দেখবে আগামী ১৬ নভেম্বর।

 

 

Comments

The Daily Star  | English

When homes become killing grounds

Husbands killed 19 women on average each month this year

18m ago