চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে সোচ্চার ভারতের তারকারা

ভারতে চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি
ভারতে চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষোভ চলছে।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চার তলার সেমিনার হলে এক শিক্ষানবিশ চিকিৎসকের মরদেহ খুঁজে পাওয়ার পর থেকেই ভারতজুড়ে চলছে বিক্ষোভ।

হত্যাকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। এই দাবি নিয়ে উত্তাল প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।

অপর্ণা সেন বলেন, 'কেন পুলিশ রক্তাক্ত মরদেহ দেখেও এটাকে আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করল? কেন পুলিশ তড়িঘড়ি করে এত ব্যস্ত হয়ে উঠল ময়নাতদন্ত করার জন্য? যে হাসপাতালে এমন ঘটনা ঘটেছে, কেন সেখানেই ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলা হল?'

কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি
কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি

কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে যৌন নির্যাতনের প্রতিবাদে পথে নামুন। প্রতিবাদের ভাষা তৈরি হচ্ছে। পিতৃতন্ত্রের শৃঙ্খল দুমড়েমুচড়ে ভেঙে বেরিয়ে আসবে সব নিপীড়িত লিঙ্গ পরিচয়ের মানুষ! এগিয়ে আসুন, অংশ নিন। জোরদার করে তুলি এই লড়াইকে আমরা।'

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, 'আর জি করের এই ঘটনাকে নিন্দনীয় বললে কম বলা হয়। এ এক অভাবনীয় অপরাধ। হিংসার এ ধরনের বহিঃপ্রকাশ আমাদের শিকড় থেকে ভয় পাইয়ে দেয়, মানবতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে।'

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, 'আমার মনে হয়, (কলকাতা) শহর এ মুহূর্তে কোনো রকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। আমি তো নেই-ই।'

তার নিজের পরিচালিত সিনেমার ভবিষ্যৎ তিনি দর্শকের উপরেই ছেড়ে দিতে চাইছেন।

'দর্শক যা চাইবেন, সেটাই হবে। এই পরিস্থিতিতে তাঁরা যদি আমার ছবি না দেখে অসুবিধা নেই', যোগ করেন তিনি।

নিজের অভিনীত 'খাদান' সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দিয়ে আন্দোলনে সমর্থন দিয়েছেন পার্লামেন্ট সদস্য ও অভিনেতা দেব অধিকারী। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, 'অভিযুক্ত ব্যক্তি যেন কড়া শাস্তি পায়।'

কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি
কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি

অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন, 'আজ আমার আনন্দের শহরের প্রতিটি কোণ কাঁদছে। কারণ, আমরা মানুষ হিসাবে ব্যর্থ হয়েছি। প্রতিটি গলি ন্যায়বিচারের জন্য গর্জে উঠেছে। শাস্তি এমন হওয়া উচিত যে পরেরবার এমন জঘন্য অপরাধের কথা ভাবলে আপনার মেরুদণ্ড যেন কেঁপে ওঠে।'

অভিনেত্রী নুসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, 'আরজি করের ঘটনাটি বহু প্রশ্ন তুলেছে। সত্যিই কি আমরা মেয়েরা নিরাপদ? দেরি করে কাজ থেকে বাড়ি ফেরা কি তবে হিংস্র ঘটনারই আহ্বান? আমরা কি সত্যিই স্বাধীন? আমি ভাবতেও পারছি না, ওর পরিবারের উপর দিয়ে এখন কী ঝড় যাচ্ছে। আমি দোষীদের কড়া শাস্তি চাই। যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সমাজে সুস্থ পরিবেশ এনে দেওয়ার জন্য সকলকে একসঙ্গে হয়ে লড়াই করতে হবে।'

গতকাল বুধবার পর্যন্ত কলকাতার যাদবপুর, কলেজ স্ট্রিট ও একাডেমি বিক্ষোভকারীদের মূল জমায়েতস্থল হলেও এরইমধ্যে 'জাস্টিস ফর আর জি কর' দাবি ছড়িয়ে গেছে মেদিনীপুর থেকে মুম্বাই, বোলপুর থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত। 

কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি
কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: এএফপি

কলকাতার আর জি কর ঘটনার নিন্দা জানিয়েছেন বলিউড নায়িকা  আলিয়া ভাট, কারিনা কাপুর, কঙ্গনা রানাউত, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, পার্ণো মিত্রসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Money laundering: NBR traces Tk 40,000cr in assets abroad

The National Board of Revenue has identified overseas assets worth nearly Tk 40,000 crore, accumulated with money laundered abroad from Bangladesh, according to the Chief Adviser’s Office.

30m ago