আইডিবি, আইসিবির পর ইসলামী ব্যাংক ছাড়ল সৌদি প্রতিষ্ঠান আল রাজি

ইসলামী ব্যাংক
ছবি: সংগৃহীত

ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও দেশি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পর এবার ইসলামী ব্যাংক বাংলাদেশের সব শেয়ার বিক্রি করে দিয়েছে সৌদি প্রতিষ্ঠান আল রাজি কোং ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, কেএসএ।

ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং প্রতিবেদন অনুসারে, গত অক্টোবরে সৌদি প্রতিষ্ঠানটি ইসলামী ব্যাংকে এর ১৫ দশমিক ৯৯ কোটি বা নয় দশমিক ৯৩ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে।

এরপর প্রতিষ্ঠানটি ইসলামী ব্যাংকের কর্পোরেট শেয়ারহোল্ডার ইউসুফ আবদুল্লাহর পরিচালকের পদ প্রত্যাহার করে নেয়। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করছিলেন।

২০১৭ সালে এস আলম গ্রুপ দেশের সবচেয়ে পুরোনো শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) দায়িত্ব নেয়।

এরপর অনেক পৃষ্ঠপোষক ও কর্পোরেট পরিচালক তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দেন।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষক পরিচালক মোস্তফা আনোয়ার তার পুরো ৪২ লাখ শেয়ার বিক্রি করেছিলেন।

২০১৮ সালে আইডিবি ইসলামী ব্যাংকের আট কোটি ৬৯ লাখ শেয়ার বিক্রি করে দেয়। সম্প্রতি, আইডিবি তার ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেওয়ার পাশাপাশি পরিচালকের পদ প্রত্যাহার করে নিয়েছে।

গত জুনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেয়।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩২ টাকা ৬০ পয়সায়।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago