ওটিটিতে মুক্তি পাচ্ছে জয়ার প্রথম হিন্দি সিনেমা

ছবি: সংগৃহিত

জয়া আহসান অভিনীত বলিউড সিনেমা 'করক সিং' মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফরমে। ভারতের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত  সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

'করক সিং' সিনেমায় প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন 'দিল বেচারা'খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।

রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা 'করক সিং'। অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব নামক এক চরিত্রের সংকটময় জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এই চরিত্রটি অতীতের সব ঘটনা ভুলে গেছে। ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতি একত্র করার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে শ্রীবাস্তব আবিষ্কার করে, বিরাট এক অর্থনৈতিক অপকর্মের পেছনের সত্য।

এছাড়াও জয়া আহসান অভিনীত সৃজিত মুখার্জি পরিচালিত কলকাতার সিনেমা 'দশম অবতার' বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। তার আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত 'অর্ধাঙ্গিনী' সিনেমাটিও ব্যবসা সফল হয়েছে।

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

58m ago