সিনেমা নিয়ে তাড়াহুড়া করতে চাই না: নিশো

আফরান নিশো। ছবি: সংগৃহীত

'সুড়ঙ্গ' সিনেমায় অভিনয় করে চলতি বছর ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছেন আফরান নিশো। প্রথম সিনেমা মুক্তির পর আরও অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছেন এই অভিনেতা। শুধু ঢাকা নয়, প্রস্তাব পাচ্ছেন কলকাতা থেকেও।

তবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া নয়, ধীরে-সুস্থে, ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন নিশো।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'একটা স্থিরতা দরকার। সিনেমা নিয়ে তাড়াহুড়া করতে চাই না। প্রথম তিনটি সিনেমায় তাড়াহুড়া করব না। তিনটা সিনেমা স্থিরতা নিয়ে করব। অনেক ভেবেই সিদ্ধান্ত নেব। নাটক, ওটিটিতে আমি নতুন না। কিন্তু সিনেমায় ম্যাচিউরিটি আসতে সময় লাগবে।'

আফরান নিশো। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'অনেক সিনেমার অফার পাচ্ছি। স্ক্রিপ্ট আসছে অনেক। সেসব পড়ছি, দেখছি। ওপার বাংলা থেকেও সিনেমার প্রস্তাব পাচ্ছি। নিজ দেশের সিনেমাকে অগ্রাধিকার দেব', বলেন নিশো।

এক প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, 'আমি গল্পের পাগল। গল্প আমাকে টানে। সুন্দর কাজ আমাকে টানে। সুন্দর কাজ এলে করব। সময় নিতে হলে নেব।'

নাটকে ভীষণ ব্যস্ত সময় পার করেছেন, ওটিটিতেও সময় দিচ্ছেন, এখন সিনেমাতেও হয়তো একই অবস্থা হবে। তাহলে নিজেকে সময় দিচ্ছেন কখন? জানতে চাইলে আফরান নিশো বলেন, 'এখন নিজেকে সময় দিচ্ছি। অনেক নাটক করেছি এটা সত্যি। আবার এটাও সত্যি যে, অনেকের অনুরোধ ফেলতে পারিনি। কিন্তু তাই বলে কোয়ালিটির ক্ষেত্রে স্যাক্রিফাইস করিনি।'

আমি আরামপ্রিয় না, পরিশ্রমী অভিনেতা: আফরান নিশো
আফরান নিশো। ছবি: সংগৃহীত

নিশো বলেন, 'নাটকপাড়ায় অনেক প্রেসার ছিল। সিনেমায় অত প্রেসার নেব না। শুরুতে অন্তত তিনটি সিনেমা খুব ভেবে করব। আগে ফাউন্ডেশনটা দরকার। একটি বাড়ির ফাউন্ডেশন যদি ভালো হয়, তাহলে বাড়িটি মজবুত হবেই। শিল্পের পথও তেমনই।'

'দেখুন, আমার শুভাকাঙ্ক্ষী আছে। তারা নানাজন আমাকে নানাভাবে সিনেমায় দেখতে চায়। কেউ রোমান্টিক সিনেমায় দেখতে চায়, কেউ সিরিয়াস গল্পে দেখতে চায়, কেউ অ্যাকশন গল্পে দেখতে চায়। টোটাল টিম সুন্দর হতে হবে। সব মিলিয়ে আমি নতুন একটি সিনেমা করব।'

আফরান নিশো। ছবি: সংগৃহীত

আজ প্রচার হবে নিশো ও মেহজাবীন অভিনীত নতুন ওয়েব ফিল্ম নীল জলের কাব্য। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এই নাটকটি নিয়ে নিশো বলেন, কাজটি করেছিলাম বেশ আগে। নানা কারণে দেরি হয়েছে। এই কাজ সম্পর্কে শুধু বলব, নীল জলের কাব্য দারুণ একটি গল্প। ইচ্ছে পূরণের গল্প। আমি আশাবাদী, দর্শকরা এটি দেখবেন।'

নীল জলের কাব্য ওয়েব ফিল্মে সহশিল্পী মেহজাবীন সম্পর্কে তিনি বলেন, 'অনেক কাজ করেছি মেহজাবীনের সঙ্গে। কাজের প্রতি ওর দায়বদ্ধতা আছে। মেহজাবীন ন্যাচারাল অভিনয় করে। শতভাগ পেশাদারি মনোভাব নিয়ে অভিনয় করে। ঠিক সময়ে সেটে আসে। টাইম মেইনটেইন করে। কাজের প্রতি তার ডেডিকেশন শতভাগ।'

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

43m ago