কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি যন্ত্রের প্রশিক্ষণ

কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি যন্ত্র বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের (এফএমপিই) সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

প্রতিষ্ঠানটির এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'সময়ের চাহিদা মাথায় রেখে আমাদের কৃষি যন্ত্র আধুনিকীকরণ করতে হবে। যেখানে যন্ত্র একইসঙ্গে সময় সাশ্রয় করবে, সঙ্গে অর্থনৈতিকভাবে কৃষক লাভবান হবে।'

'কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি)' শীর্ষক প্রকল্প প্রশিক্ষণে অর্থায়ন করে।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago