দুপুর ১২.৪০ মিনিটে কক্সবাজার-ঢাকা যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু

কক্সবাজার এক্সপ্রেস
কক্সবাজার রেলওয়ে স্টেশন। ছবি: রাজীব রায়হান/ স্টার

আনুষ্ঠানিকভাবে আজ শুক্রবার যাত্রা শুরু করছে ঢাকা-কক্সবাজার-ঢাকা রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল।

এর মধ্যে দিয়ে কক্সবাজার জেলাসহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘ ১৩০ বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাছে।

যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুকে ঘিরে কক্সবাজারের স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

রেলওয়ে সূত্র জানায়, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনটি প্রথমবারের মতো কক্সবাজার ছেড়ে যাবে

কক্সবাজারে আধুনিক স্থাপত্যের রেলস্টেশন থেকে ১ হাজার ৩৮০ জন যাত্রী নিয়ে ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে যাত্রা করবে।

কক্সবাজার থেকে ঢাকা যেতে ট্রেনটির ৮ ঘণ্টা ১০ মিনিট সময় লাগার কথা।

অপরদিকে আজ রাত ১০টা ৩০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে 'কক্সবাজার এক্সপ্রেস' ট্রেনটি যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে।

কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ফরহাদ বিন জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, 'উদ্বোধনী ট্রেনে ঢাকাগামী ১ হাজার ৩৮০ জন যাত্রী থাকবে। ট্রেনটিতে ২৩টি বাস বা বগি থাকবে।'

গত ২৩ নভেম্বর উদ্বোধনী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরুর দিন প্রথম আড়াই ঘণ্টায় বিক্রি হয়ে যায়।

রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, কক্সবাজার-ঢাকা ৪৮০ কিলোমিটার দৈর্ঘ্যের নবনির্মিত রেলপথে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেলস্টেশনে একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে রেলসচিব মো. হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এ রেলপথে চলাচলকারী ট্রেনটির নামকরণের জন্য মন্ত্রণালয় থেকে ছয়টি নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়। সেই ছয়টি নাম থেকে প্রধানমন্ত্রী ট্রেনটির নাম 'কক্সবাজার এক্সপ্রেস' চূড়ান্ত করেন।

চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালের জুন মাসে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় প্রায় ১৮ হাজার ৩৪ কোটি টাকা। 

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

Comments

The Daily Star  | English

Liberation war a founding pillar of the state: Nahid Islam

Clarifies NCP's stance opposing religious extremism, secularist ideologies

13m ago