কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে দম্পতির মৃত্যু

রোহিঙ্গা
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে এক পর্যটক দম্পতির মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সিরাজ।

মৃত দুজন হলেন নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ জানিয়েছেন, বকুল ও তার স্ত্রী সুমা গতকাল শনিবার সকালে কক্সবাজার ভ্রমণে আসেন। আজ সকালে গোসল করতে দুজন সৈকতে নামেন। এ সময় তাদের মৃত্যু হয়।

এসআই সিরাজ বলেন, সৈকতের লাবণী পয়েন্টে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীদের খবর দেন। এরপর বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, 'হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।'

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

2h ago