গুলিস্তানে বিস্ফোরণ

মমিনুল-নদী দম্পতি যেভাবে লাশ হয়ে ফিরলেন

আজ মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মমিনুলের চাচা জয়নাল আবেদীন তাদের মরদেহ শনাক্ত করেন।
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ছবি: রাশেদ সুমন/স্টার

বাসার স্যানিটারি পণ্য কিনতে গুলিস্তানের সিদ্দিকবাজারে গিয়েছিলেন মমিনুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী নদী বেগম (৩৬)। বিস্ফোরণে তারা দুজনই নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মমিনুলের চাচা জয়নাল আবেদীন তাদের মরদেহ শনাক্ত করেন।

তিনি জানান, মমিনুলের বাবার নাম আবুল হাসেম। মমিনুল সপরিবারে চকবাজারের ইসলামবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

'বাসার স্যানিটারি পণ্য কিনতে দুজন সিদ্দিকবাজারে গিয়েছিল। তখন বিস্ফোরণে তারা আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাজানো সংসার মুহূর্তে শেষ হয়ে গেল,' বিলাপ করতে করতে বলেন জয়নাল।

Comments