হাডসন নদীতে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনের মৃত্যু

হাডসন নদীতে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কের প্রশাসন এই তথ্য জানিয়েছে।
এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে তিন শিশু ও তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডাম বলেন, 'হেলিকপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারীরা নদীতে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ছয়জনের দেহ তুলে আনা হয়। কিন্তু ততক্ষণে তাদের সকলেরই মৃত্যু হয়েছে।'
হেলিকপ্টারটিতে পাঁচ সদস্যের একটি পরিবার ছিল। তারা স্পেন থেকে যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছিলেন। ওই পরিবার পাশাপাশি হেলিকপ্টারের পাইলটও দুর্ঘটনায় প্রাণ হারান।
স্থানীয় সময় ২টা বেজে ৫৯ মিনিটে হেলিকপ্টারটি সফলভাবে টেক অফ করে।
এর ২০ মিনিট পর সেটি হাডসন নদীর উপরে ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি হঠাত করে পানির দিকে দ্রুত নামতে থাকে। এক সময় হেলিকপ্টারের প্রপেলার পানি স্পর্শ করে। তারপরই সেটি ডুবে যায়।
হাডসন নদী একটি গুরুত্বপূর্ণ জলপথ। প্রায় সারাক্ষণই সেখান দিয়ে জাহাজ যাতায়াত করে। এদিন এই ঘটনার পর সেখানে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
২০০৯ সালে এই হাডসন নদীতেই একটি প্লেন ল্যান্ড করেছিল। তবে কাকতালীয়ভাবে বেঁচে যায় বহু যাত্রীর প্রাণ।
মার্কিন প্রশাসন জানিয়েছে, ওই হেলিকপ্টারটি যাত্রী পরিবহণের জন্যই ব্যবহার হতো। পর্যটকদের হেলিকপ্টারে বসিয়ে নিউইয়র্ক ঘোরানো হতো। বস্তুত, নিউইয়র্কের আকাশে সর্বক্ষণই এমন বাণিজ্যিক হেলিকপ্টার উড়তে দেখা যায়।
রয়টার্স, এপি
Comments