শিগগির ঢাকার ৩৩ থানার ওসি বদলি: ডিএমপি

দুয়েকদিনের বদলির আদেশ হতে পারে।
ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির পরিকল্পনা করা হয়েছে।

আজ রোববার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ওসিরা ছয় মাসের বেশি সময় ধরে তাদের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব ওসি ও ইউএনওদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ নির্দেশের পরিপ্রেক্ষিতেই ডিএমপিতে এ রদবদল আসছে।

ডিএমপি সূত্র জানায়, দুয়েকদিনের এ বদলির আদেশ হতে পারে।

ঢাকার বিভিন্ন থানার ওসিদের বদলির অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনে একটি প্রস্তাবও জমা দিতে যাচ্ছে ডিএমপি।

ডিএমপি সূত্র জানায়, গত ৩০ নভেম্বর ইসির এক চিঠির পরিপ্রেক্ষিতে ডিএমপি যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগির ইসিতে পাঠানো হবে।

Comments