চট্টগ্রামে এবার হেলে পড়ল তিন তলা বাড়ি

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকায় গয়নার ছড়া খাল খননের সময় হেলে পড়ে তিন তলা ভবনটি। ছবি: রাজীব রায়হান

চট্টগ্রাম নগরীতে একটি তিনতলা আবাসিক ভবন হেলে পড়েছে। আজ সকালে পাহাড়তলী সরাইপাড়া এলাকায় ভবন হেলে যাওয়ার ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, হেলে পড়া ভবনটির পাশে খাল খননের কাজ চলছিল। নগরীর জলাবদ্ধতা নিরসনের একটি প্রকল্পের আওতায় এই খনন চলছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটির পাশ দিয়ে গয়নার ছড়া খাল চলে গেছে। ভবনটি নিরাপদ রাখতে ফায়ার সার্ভিস কাজ করছে বলেও জানান তিনি।

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলার সময় এর আগে গত ২৫ নভেম্বর চার তলা একটি ভবন হেলে পড়েছিল। পশ্চিম শহীদ নগরের তৈয়াবিয়া হাউজিং এলাকায় চারতলা ভবনটি পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়ে।

Comments

The Daily Star  | English

Air freight capacity to increase

The move comes as Bangladesh's garment exporters face a major challenge in handling urgent international shipments after India abruptly closed a widely-used air cargo transhipment route

10h ago