কর্মস্থলে ১ বছর পূর্ণ করা ১৫৮ ইউএনও বদলি

ঢাকায় ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করছে সরকার।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫৮ জন ইউএনওকে বদলির দুটি প্রস্তাব পাঠালে ইসি এর অনুমোদন দেয়।

এর মধ্যে গতকাল ১১০ ও আজ ৪৮ ইউএনওর তালিকা ইসিতে পাঠানো হয়।

এর আগে, গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। 

নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী এ নিয়ে এখন পর্যন্ত মোট ২০৫ জন ইউএনওকে বদলি করা হচ্ছে।

প্রথম ধাপে কর্মস্থলে ২ বছরের বেশি সময় দায়িত্ব পালন করা ইউএনওদের বদলি হয়। এবার বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি দায়িত্ব পালন করা ইউএনওদের বদলি করা হচ্ছে। 

পাশাপাশি ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাবও আজ অনুমোদন দিয়েছে ইসি।  

 

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

1h ago