এক সপ্তাহে ৩৫ মিলিয়ন বেড়ে রিজার্ভ এখন ১৯.১৬ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
রয়টার্স ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দীর্ঘ সময় পর গত সপ্তাহে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে।

আইএমএফের ফর্মুলা অনুযায়ী, ১৩ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। কারণ ওই যুদ্ধের কারণে তেল ও গ্যাসের মতো পণ্যের দাম বেড়ে যায়। এতে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আইএমএফ, এডিবির ঋণসহ অন্যান্য উৎস থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরও বাড়বে।

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলারসহ ডিসেম্বরে বিভিন্ন উৎস থেকে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

23m ago