একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’

ডানকি
ডানকি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

শাহরুখ খান অভিনীত 'ডানকি' ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে। তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে।

সব ঠিক থাকলে সেন্সর হলে আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

বাংলাদেশে ডানকি আমদানি করছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সোমবার ডানকি সিনেমা মুক্তির মৌখিক অনুমতি পেয়েছি। মঙ্গলবার লিখিত অনুমতি পাব। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ডানকি বাংলাদেশে মুক্তি পাবে।'

রাজকুমার হিরানি পরিচালিত ডানকি সিনেমায় শাহরুখ খানের সহশিল্পী হিসেবে আছেব তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি। এর আগে শাহরুখ খানের 'জওয়ান' ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

19m ago