সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না: ইসি আনিছুর

ইসি আনিছুর
ইসি আনিছুর। স্টার ফাইল ফটো

সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। 

আজ বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

'আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই' উল্লেখ করে ইসি আনিছুর বলেন, 'আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দেবো। তবে ভোট আমরা ভালো বললে হবে না, বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো ও সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।'

তিনি আরও বলেন, 'দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন, তারা এলে আমরা ভিসা দিয়ে দেব। দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবে।'

ইসি আনিছুর বলেন, 'আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে। অপেক্ষা করুন। কোনো সন্দেহ নেই ভোট নিরপেক্ষ হবে।' 

এর আগে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। 

সভায় ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এ সময় ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

5h ago