‘দুইটা বাসে আগুন দিলেই সরকার পড়ে যাবে, অত সহজ না’

প্রধানমন্ত্রী
সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি, হত্যাকারী, দুর্নীতিবাজরা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে নির্বাচন বানচাল করতে চায়।

আজ বুধবার বিকেলে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে এক জনসভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি। এ জনসভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করলেন।

উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'খুন, বোমাবাজি, খুন, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষের জীবন কেড়ে নেব, ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করে দেবে, এত সাহস কোথা থেকে পায়। লন্ডনে বসে হুকুম দেয়, আর কতগুলো লোক এখানে আগুন নিয়ে খেলে। আগুন নিয়ে খেলতে গেলে, আগুনেই হাত পোড়ে, এটা তাদের মনে রাখা উচিৎ।' 

'তারা মনে করেছে দুইটা বাসে আগুন দিলেই, সরকার পড়ে যাবে। অত সহজ না। অত ভাত দুধ দিয়ে খায় না। এটাই আমি বলতে চাই,' যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমি বলতে চাই, আওয়ামী লীগ সরকারে আছে, জনগণের উন্নতি হচ্ছে। আমরা সোনার বাংলা গড়তে চাই, আর এই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। আর যারা খুনি, হত্যাকারী, দুর্নীতিবাজ তারাই এদেশের মানুষকে আগুন দিয়ে পোড়ায়। নির্বাচন বানচাল করতে চায়।' 

তিনি বলেন, 'আগামী নির্বাচনের প্রতীক নৌকা মার্কা। এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকাই মানবজাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার এই নৌকা যখন সরকারে এসেছে, তখন বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।'

'আজ তাই আপনাদের কাছে আমার আহ্বান, যাদের নৌকা মার্কায় প্রার্থী দিয়েছি, তাদের ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা হাত তুলে ওয়াদা করেন, ভোট দেবেন,' বলেন তিনি।      

 
   
  

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

15m ago