কবরস্থানে গিয়ে মৃতদের ভোট না দেওয়ার আহ্বান খুলনা বিএনপির

খুলনা
কবরস্থানে বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

মৃত ব্যক্তিদের কবর থেকে উঠে এসে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতাকর্মীরা।

বুধবার দুপুরে মহানগর বিএনপি নেতাকর্মীরা খুলনা শহরের টুটপাড়া কবরস্থান জিয়ারতের সময় মৃত ব্যক্তিদের প্রতীকী শপথবাক্য পাঠ করান। পরে নগরীর টুটপাড়ার দিলখোলা সড়কে লিফলেট বিতরণ করেন তারা।

লিফলেট বিতরণের সময় বিএনপি নেতারা বলেন, 'এই সরকারের ভোট জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিভিন্ন সময় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনেও কবরবাসীদের ভোট নিয়ে টানাহেচঁড়া করা হতে পারে। মৃত ব্যক্তিরা যাতে কবর থেকে উঠে এসে ভোট না দেন, সেজন্য তাদের প্রতীকী শপথবাক্য পাঠ করা হয়েছে।'

তারা আরও বলেন, 'গায়েবি মামলায় মৃত ব্যক্তিদের আসামি করা হচ্ছে। তাদের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করা এক ধরনের বিকৃত মানসিকতার মধ্যে পড়ে গেছে। গায়েবি মামলার তদন্ত কর্মকর্তারা মৃত ব্যক্তিদের ককটেল মেরে দৌড়ে যেতে দেখেছেন বলে উল্লেখ করছেন।'

শপথ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শের আলম, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ, মো. জাহিদ হোসেন।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago