ঘরে থেকে প্রহসনের ভোট বর্জন করুন: সিপিবি

‘যেনতেন প্রকারে ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার রাজনীতি দেশবাসীকে জিম্মি করে ফেলেছে।’
সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগ, মানুষ হত্যা, বাস-স্থাপনায় অগ্নিসংযোগ ও দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন।

আজ শনিবার দেওয়া বিবৃতিতে নেতারা এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে এসব ঘটনায় নিহতদের প্রতি শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'যেনতেন প্রকারে ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার রাজনীতি দেশবাসীকে জিম্মি করে ফেলেছে। এর বিরুদ্ধে দেশবাসীকে সচেতন ও সংগঠিত হয়ে শুধু ক্ষমতাশ্রয়ী নীতিহীন গোষ্ঠীর বিরুদ্ধে গণআন্দোলন-গণসংগ্রাম গড়ে তুলতে হবে।'

নেতারা আগামীকাল ৭ জানুয়ারি 'প্রহসনের নির্বাচন বহাল রাখায় উদ্বেগ প্রকাশ করে ঘরে থেকে প্রহসনের ভোট বর্জন ও এই প্রহসনের বিরুদ্ধে জনগণের কণ্ঠ সোচ্চার করতে' দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে দুঃশাসনের অবসান, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় নবতর আন্দোলনের প্রস্তুতি নিতে দেশবাসীতে আহ্বান জানানো হয়।

Comments

The Daily Star  | English

HSC results to be published on October 15

The results will be published around 11:00am that day

1h ago