এবারও চট্টগ্রামের নেতৃত্বে শুভাগত
অভিজ্ঞ অলরাউন্ডার শুভগত হোম চৌধুরীর নেতৃত্বে বিপিএলের গত আসরে খেলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুভাগতের উপর এই আসরেও আস্থা রেখেছে তারা। শুভাগতই নেতৃত্বে থাকছেন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির।
বুধবার বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, শুভাগত দেশের অন্যতম অভিজ্ঞ এক ক্রিকেটার। গত আসরে ব্যাট হাতে ১৭০ রান ও ৯ উইকেট নেওয়ার পাশাপাশি দলকে ভালোভাবে আগলে রেখেছেন তিনি। এজন্য তাকেই দায়িত্বে রেখেছে তারা। ১২৬ টি-টোয়েন্টি খেলে ১৩৫ স্ট্রাইকরেটে ১ হাজার ৪৩৭ রান ও ৫০ উইকেট আছে এক সময় জাতীয় দলে খেলা শুভাগতর।
শুক্রবার বিপিএলের প্রথম দিনেই মাঠে নামছে চট্টগ্রাম। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
দেশি খেলোয়াড়: শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহীদুল ইসলাম, তানজিদ হাসান, আল আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, শাহাদাত হোসেন, সালাউদ্দিন শাকিল, হুসনা হাবিব।
বিদেশি খেলোয়াড়: কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, মোহাম্মদ হারিস, নজিবউল্লাহ জাদরান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকিনাজি, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান।
Comments