জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

২ দিনের
বিএনপির লোগো | সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আগামী ১৮ ও ১৯ জানুয়ারি এই কর্মসূচি পালন করা হবে বলে আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবীর রিজভী।

তিনি জানান, ১৮ জানুয়ারি দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি সকাল ১১টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হবে।

রিজভী বলেন, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া, সারাদেশে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ করবে বিএনপি ও অঙ্গ সংগঠন।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

6h ago