দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ১১২৪৪০ টাকা

বাজুস, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, স্বর্ণ,
রয়টার্স ফাইল ফটো

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৪০ টাকা। এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। এই মানের স্বর্ণের আগের দাম ছিল ১ লাখ ১১ হাজার টাকা।

আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে। এই দাম আগামীকাল থেকে কার্যকর হবে।

তারা জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছরের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ টাকা ছাড়ায়।

গত বছরের ২৯ নভেম্বর স্বর্ণের দাম নতুন মাইলফলক ছুঁয়েছিল। বাজুস তখন প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৯ হাজার টাকার বেশি।

দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০-৪০ টন। চাহিদার প্রায় ৮০ শতাংশই আসে চোরাচালানের মাধ্যমে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও অভ্যন্তরীণ বাজারে অস্থিরতার কারণে প্রায়ই স্বর্ণের দাম ওঠানামা করে।

আমদানি নিরুৎসাহিত এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংক স্বর্ণের এলসিতে ১০০ শতাংশ মার্জিন রাখা বাধ্যতামূলক করে।

Comments

The Daily Star  | English
Pipeline to Carry Diesel to Dhaka From Ctg

Pipeline ready to carry fuel from Ctg to Dhaka

Chattogram-Dhaka fuel pipeline set for inauguration after successful trial runs

14h ago