বিপিএল খেলতে আসা কে এই আলেক্স রস?

Alex Ross
অস্ট্রেলিয়ান ব্যাটার আলেক্স রস।

ক্রিকেটের দুনিয়া জুড়ে হওয়া সমস্ত লিগের খবর না রাখলে আলেক্স রসকে চট করে চেনা মুশকিল। ঘরোয়া ক্রিকেটেও তিনি এমন কিছু করেননি যাতে লোকে তাকে চিনবে। তবে দুর্দান্ত ঢাকার সৌজন্য অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার এখন ঢাকায়, খেলবেন বিপিএল।

৩১ পেরুনো ডানহাতি ব্যাটার রসের স্বীকৃত টি-টোয়েন্টির ক্যারিয়ার এত ঝলমলে নয়। ১১৪ ম্যাচ খেলে রান করেছেন ২৭.৫০ গড় আর ১২৬.৭৪ স্ট্রাইকরেটে, সবই গড়পড়তা। 

এবার বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলছিলেন রস। চলতি মৌসুমে আট ইনিংস ব্যাট করে কোন ফিফটি নেই তার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে এক ম্যাচে ২৬ বলে ৪৬ ও সিডনি সিক্সার্সের বিপক্ষে আরেক ম্যাচে ৩৯ বলে ৪৪ রান করেন আলেক্স হেলস ড্যানিয়েল স্যামসদের সতীর্থ। এই দুই ইনিংস ছাড়া বলার মত আর কোন রানই নেই তার। 

রস অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে খেলতে এসে ভীষণ রোমাঞ্চিত, 'খুবই রোমাঞ্চিত। খুব দ্রুতই হয়ে গেল (চুক্তি)। কিন্তু আমি সত্যিই রোমাঞ্চিত অংশ হতে পেরে। টিভিতে আমি কিছু খেলা দেখেছি, রাতে ফ্লাইটে আসার সময়ও দেখেছি। সবাই খুব ভালো খেলছে। দলে যোগ দিতে রোমাঞ্চিত।' 

এবার বিপিএলে বেন কাটিংয়ের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান তিনি। ডানহাতি মিডল অর্ডার ব্যাটার জানালেন, কয়েকটি কারণে অজি খেলোয়াড়রা বিপিএলে আসতে পারেন না, 'কয়েকটি কারণ আছে। ছেলেরা রাজ্য দলে খেলে যেমন নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া। চারদিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ থাকে এজন্য তারা এখানে আসার অনুমতি পায় না। বিগ ব্যাশের বাইরে এসব লিগে খেলার ছাড়পত্র পায় না।'

বাংলাদেশের কন্ডিশন অস্ট্রেলিয়া থেকে অনেক ভিন্ন। এখানে আঠালো উইকেটে হয় বেশিরভাগ ম্যাচ। খুব বড় রানের দেখা পাওয়া মুশকিল। তবে রস জানালেন মন্থর উইকেট এবার বিগ ব্যাশেও ছিল, কাজেই তার অভিজ্ঞতা আছে, 'বিগ ব্যাশেও এবার কিছু বাজে উইকেট ছিলো। কাজেই আমাদের কিছু অভিজ্ঞতা হয়ে গেছে মন্থর, নিচু বাউন্সে খেলার।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

1h ago