চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে গ্রেপ্তার ১

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

অনুমতি ছাড়া চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড়ের টিলা কাটার দায়ে পিডিবির এক মিটার রিডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মো. ফারুক হোসেনের (৪৬) বাড়ি পিরোজপুরে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, ৩ ফেব্রুয়ারি বিকেলে বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর চৌধুরীনগর আবাসিক এলাকা জামে মসজিদ রোডস্থ পশ্চিম দিকে শেষ মাথা সংলগ্ন (টিলা ভূমি) কাটার সময় হাতেনাতে পুলিশ তাকে আটক করে।

'অনুমতি ছাড়াই তিনি টিলা সমান করে সেখানে স্থাপনা নির্মাণ করছিলেন। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় অনুমতি ছাড়া পাহাড় কর্তন করিয়া ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২(১ক) (ক) ধারায় মামলা দায়ের করেছে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

The escape remembered: Manik Mia at 2:25pm

Exactly one year ago, at 2:25pm, Sheikh Hasina fled Bangladesh aboard a military helicopter

2h ago