মগবাজারে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টিল ফ্রেম পড়ে হকার নিহত

দিলু রোড এলাকা দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টিল ফ্রেমের একটি অংশ ভেঙে মাথায় পড়ে মতিউর নিহত হন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের স্বজনদের আহাজারি। ছবি: স্টার

রাজধানীর মগবাজারে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টিল ফ্রেম ভেঙে চাপা পড়ে একজন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে মগবাজার দিলু রোড এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক আল-আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মতিউর রহমানের (৫০) গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।  

পুলিশ জানায়, সকালে ওই এলাকায় মালামাল ফেরি করছিলেন মতিউর। দিলু রোড এলাকা দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টিল ফ্রেমের একটি অংশ ভেঙে মাথায় পড়ে মতিউর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে এক্সপ্রেসওয়ের প্রশাসনিক কর্মকর্তা মুহিব সাব্বির দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে আমরা মর্গে গিয়েছি। নিহতের পরিবার ক্ষতিপূরণ চেয়েছে। আমরা বিষয়টি বিবেচনা করছি।' 

 

Comments