চট্টগ্রাম আদালতে ‘ব্রিগেডিয়ার জেনারেল’ পরিচয় দেওয়া প্রতারক গ্রেপ্তার

হারিফ মিয়া। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে চট্টগ্রাম আদালতের মেট্রো শাখার হাজতখানায় এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার হারিফ মিয়া (২৫) কিশোরগঞ্জের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলা থেকে আটক করে পুলিশ। 

পরে হাজতখানার পরিদর্শক রফিক উল্লাহ তার বিরুদ্ধে মামলা করেন।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গ্রেপ্তার হারিফ একজন প্রতারক এবং গত বছর তাকে বন্দর থানা এলাকা থেকে একই কারণে গ্রেপ্তার করা হয়েছিল।'

'হারিফ বুধবার রাতে কোর্ট ইনস্পেক্টর রফিক উল্লাহকে ফোন করে নিজেকে উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বলে পরিচয় দেন। পরে বলেন যে, বৃহস্পতিবার সকালে একজন তার ছোট ভাইকে দেখতে আদালতে যাবেন। রফিককে তিনি ওই ব্যক্তির সঙ্গে অভিযুক্তদের বৈঠকের ব্যবস্থা করার নির্দেশ দেন,' যোগ করেন উপকমিশনার হুমায়ুন কবির।

তিনি আরও বলেন, 'বৃহস্পতিবার সকালে আদালতে যান হারিফ। তার সন্দেহজনক আচরণ এবং অপ্রাসঙ্গিক বাচনভঙ্গি দেখে কোর্ট ইনস্পেক্টরর রফিক তাকে চ্যালেঞ্জ করেন। পরে সিএমপির প্রসিকিউশন সেকশনের এক এসআই শনাক্ত করলে হারিফকে হেফাজতে নেয় পুলিশ।'

এই এসআই গত বছর বন্দর এলাকা থেকে হারিফকে গ্রেপ্তার করেছিলেন বলে জানান হুমায়ুন কবির। 

গ্রেপ্তার করে হারিফকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP expects positive response from parties on election timeline

BNP believes this historic announcement will help overcome the political deadlock in Bangladesh and make the path to democracy smoother

27m ago