বিএনপির ১৩ নেতাকর্মীর কারাগারে মৃত্যু তদন্তে হাইকোর্টে রিট

হাইকোর্ট
ফাইল ছবি

গত ছয় মাসে কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

কারাগারে নিহত বিএনপির ১৩ নেতাকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট আবেদনটি করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আবেদনে কারাগারে মৃত্যুর বিষয়ে কারাগারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিতে হাইকোর্টের প্রতি আর্জি জানানো হয়েছে।

পিটিশনের উদ্ধৃতি দিয়ে কায়সার কামাল সাংবাদিকদের বলেন, গত কয়েক মাসে আদালতে গণতন্ত্র ও আইনের শাসনের জন্য আন্দোলন করায় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

এত অল্প সময়ের মধ্যে কারাগারে এত মানুষের মৃত্যুর নজির নেই জানিয়ে তিনি বলেন, কারাগারে যারা মারা গেছে তারা আটক থাকার সময় সুস্থ ছিলেন।

কায়সার কামাল বলেন, রিট আবেদন কজ লিস্টে অন্তর্ভুক্ত হলে শুনানি হবে।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago