শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক রায়হান ৫ দিনের রিমান্ডে

জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক অবৈধ অস্ত্র কেনার কথা স্বীকার করেছেন।
শিক্ষক রায়হান শরীফ। ছবি: সংগৃহীত

ক্লাশরুমে শিক্ষার্থীকে গুলি করা সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন পুলিশের তদন্ত কর্মকর্তা।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ মার্চ ক্লাসরুমে এক শিক্ষার্থীকে গুলি করার পর অস্ত্রের ব্যাগসহ কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হানকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর রায়হান শরীফের ব্যাগ থেকে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক অবৈধ অস্ত্র কেনার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

ডিবি কর্মকর্তা জুলহাস উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তার চিকিৎসক রায়হান শরীফের অবৈধ অস্ত্রের মদদদাতা, বাহকসহ অবৈধ অস্ত্রের সব সূত্র খুঁজে বের করতে পুলিশি রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।'

 

Comments