বাস দুর্ঘটনায় কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী নিহত

কেনিয়ায় সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সেখানে সড়ক পরিস্থিতি বেশ দুর্বল এবং ট্রাফিক আইন ভঙ্গ ও অবজ্ঞা করার ঘটনাও নিয়মিত ঘটে। 
কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ছবি: বাসস
কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ছবি: বাসস

কেনিয়ার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কেনিয়াতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ জন শিক্ষার্থী নিহত ও অন্তত ৪২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থিত মাউনগু অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বাসে করে উপকূলীয় শহর মোমবাসায় যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ শিক্ষার্থী প্রাণ হারান। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, 'বিশ্ববিদ্যালয়ের বাসটির চালক বেশ কয়েকটি গাড়িকে ওভারটেকিং করছিল। এ সময়য় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পিছলে সড়কের ডান পাশে চলে যায়।'

'মুখোমুখি সংঘাত এড়াতে অপরদিক থেকে আসা ট্রাকটি বাসের বাম পাশে ধাক্কা দেয়', প্রতিবেদনে যোগ করা হয়।

বাসে মোট ৫৮ জন যাত্রী ছিলেন।

নিকটবর্তী শহর ভোই এর এক হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। কেনিয়ার রেড ক্রস এক্সে এই তথ্য জানিয়েছে।

কেনিয়ায় সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সেখানে সড়ক পরিস্থিতি বেশ দুর্বল এবং ট্রাফিক আইন ভঙ্গ ও অবজ্ঞা করার ঘটনাও নিয়মিত ঘটে। 

জাতীয় পরিবহণ ও নিরাপত্তা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৩২৩ জন নিহত ও ১৮ হাজার ৫৬১ জন আহত হন।

তবে ২০২৪ এর শুরুতে এই হার অনেক বেড়েছে। শুধু ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে সড়ক দুর্ঘটনায় ৫৩৬ জন নিহত হন। গত বছর এই সময়ের তুলনায় নিহতের সংখ্যা পাঁচ শতাংশ বেড়েছে।

Comments

The Daily Star  | English

How to get your 2024 SSC results today

The candidates can get their results online or through SMS after 11:00am

1h ago