বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলার জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ী গ্রামের মখলিশ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছে।

এই দুর্ঘটনায় মারা গেছেন ফয়জুর রহমান (৫২), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৬) ও সাবিনা বেগম (১৩) এবং ছেলে সায়েম মিয়া (১০)।

এ ছাড়া আহত সোনিয়া সুলতানাকে (৮) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Comments

The Daily Star  | English

‘Former anti-fascist allies now using autocratic tactics to block BNP’

Tarique says rivals fear party’s win, urges politics to be settled through votes

Now